আপনার জিআরই ভার্বাল সেকশনের প্রস্তুতি এখন কেমন আছে – সেটি যাচাই করে নিন এই ফ্রী Diagnostic Test থেকে। টেস্ট এর পর আপনার স্কোর অনুযায়ী Result Analysis এর ভিডিও দেখতে পারবেন। কোথায় কোথায় ঘাটতি আছে, এখন কি করা উচিৎ – এসব জেনে নিতে পারবেন সেই এনালাইসিস থেকে।
টেস্টে মোট ১১টি কোশ্চেন আছে; যার সবগুলোই এন্সার করতে হবে ১৫ মিনিট সময়ের মধ্যে। এখানে সর্বনিম্ন স্কোর ১৩০ এবং সর্বোচ্চ স্কোর ১৭০।
Diagnostic Test শুরু করতে নিচের Lesson Contest থেকে Diagnostic Test লিঙ্কে ক্লিক করুন।