ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (জাভাস্ক্রিপ্ট)
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (জাভাস্ক্রিপ্ট)
ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হবার লক্ষ্য পূরণ করুন আমাদের ৬ মাসব্যাপী ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে ভর্তি হয়ে। টেক ইন্ডাস্ট্রির সেরা ওয়েব ডেভেলপমেন্ট জবগুলোর জন্য নিজেকে প্রস্তুত করার সব সাপোর্ট পাচ্ছেন স্পেশাল ব্যাচভিত্তিক এ ট্র্যাক থেকে।
পরবর্তী ব্যাচে রেজিস্ট্রেশনের জন্য সিট বুকিং দিন।
এই কোর্সের ভেতরে যা যা রয়েছে
এই কোর্সের ভেতরে
যা যা রয়েছে
Commitment
80+ Hours video
Currently Enrolled
765+ Students
Mentor support
mentor support
Access On
20 Real-Life Projects
Language
Code Review & Feedback
Question & Answer
Beginner to Pro
Evaluation
Quizzes & Assignments
Downloadables
Professional Certificate
Access
Duration 6 months
Certificate
2 Years of Content Access
কোর্সের মূল্য
৳১০,০০০
৳৭,০০০
- কোর্সের বিস্তারিত
- সিলেবাস ও প্রজেক্ট
- কেন স্পেশাল
- প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট
কী কী শিখবেন ব্যাচভিত্তিক এ কোর্স থেকে?
একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হবার জন্য আপনাকে একটি ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনের ফ্রন্ট-এন্ড ও ব্যাক-এন্ড নিয়ে খুব ভালোভাবে জানতে হবে। তাই পুরো প্রোগ্রামে আপনি কয়েক ধাপে দুই ধরনের ডেভেলপমেন্টই শেখার সুযোগ পাবেন। ক্যারিয়ার ট্র্যাকের যাবতীয় ম্যাটেরিয়াল আমরা Amazon-সহ বিভিন্ন টেক কোম্পানিতে কর্মরত ইঞ্জিনিয়ারদের দিয়ে রিভিউ করিয়ে নিয়েছি, যেন আপনি ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড ট্রেনিং পান।
ওয়েব ডেভেলপমেন্ট বেসিকস
যেকোনো ধরনের ওয়েব ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেসিক লেভেলে HTML ও CSS জানা খুব দরকারি। Boostrap-এর মতো ফ্রেমওয়ার্ক জানা থাকলে সেটা দেয় বাড়তি সুবিধা। এগুলো সম্পর্কে জানা না থাকলে এ কোর্সে জেনে যাবেন।
ওয়েব ডেভেলপমেন্ট অ্যাডভান্সড
মডার্ন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ডায়নামিক হয়। অর্থাৎ সেগুলোতে ইউজাররা নানা ধরনের ইন্টারঅ্যাকশন করে থাকেন। আবার সেসব ইন্টারঅ্যাকশন নিয়ন্ত্রণ করা হয় একটি সিস্টেম দিয়ে, যেটি গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ ও সংরক্ষণের কাজও করে। পুরো প্রক্রিয়াটি দাঁড় করানোর জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করেন ওয়েব ডেভেলপাররা। এ কোর্সে আপনি মূলত জোর দেবেন JavaScript-বেজড টেকনোলজির উপর।
JavaScript-বেজড টেকনোলজি
- JavaScript
- React + Redux
- React Native (Optional)
- NodeJS
- Express
- MongoDB
রিয়েল-লাইফ প্রজেক্ট
ওয়েব ডেভেলপমেন্টের জন্য দরকারি টেকনোলজিগুলো নিয়ে আপনি যা কিছু জানবেন, সেগুলো ১০টি রিয়েল-লাইফ প্রজেক্টের মাধ্যমে করে দেখানো হবে। আপনি নিজেও ১০টি প্রজেক্ট করবেন।
বিস্তারিত জানার জন্য কোর্সের সিলেবাস ও প্রজেক্ট সেকশন দেখে নিন।
প্রোগ্রামটি কাদের জন্য?
যারা নতুন করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ও মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান।
অথবা যারা অলরেডি কিছুটা পারেন কিন্তু নতুন Stack শিখতে চান, বা আরও বেশি বেশি প্র্যাকটিস করে কনফিডেন্স অর্জন করতে চান।
সম্পূর্ণ বিগিনাররাও পারবে?
সম্পূর্ণ বিগিনাররাও এই প্রোগ্রামে যুক্ত হয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে পারবেন।
আপনি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নাও হন, বা আগে থেকে কোনো কোডিং নাও পারেন, তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন!
আর কী কী লাগবে?
একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন (ব্রডব্যান্ড হলে ভাল) দরকার হবে।
কম্পিউটারে সফটওয়্যার যা লাগবে তা কোর্সের ভিতরই দেখিয়ে দেয়া হবে, আগে থেকে চিন্তা করতে হবে না। ভার্শন নিয়েও চিন্তার কিছু নেই!
৬ মাসের প্রোগ্রামে আপনি কী কী শিখবেন?
আমাদের ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম এমনভাবে বানানো যেন প্রতিটি ব্যাচের স্টুডেন্টরা ওয়েব ডেভেলপমেন্টের একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্সড লেভেলের যাবতীয় কনসেপ্ট প্র্যাকটিক্যাল প্রজেক্টসহ আয়ত্ত করতে পারবেন। এখান থেকেই পুরো সিলেবাস সম্পর্কে ধারণা নিন। আরো পরিষ্কার আইডিয়া পেতে ফ্রি ট্রায়ালে ভর্তি হয়ে যান।
HTML5, CSS3, Bootstrap 4
ক্যারিয়ার ট্র্যাকে যারা অংশ নিচ্ছেন, তাদের বেশিরভাগই এগুলো সম্পর্কে বেসিক ধারণা রাখেন; তাই মূল প্রোগ্রামে এগুলো ঢুকিয়ে সিলেবাস বড় করতে চাইনি আমরা। কিন্তু যাদের এই তিনটি টপিকে ধারণা নেই তারাও যেন এই প্রোগ্রামে অংশ নিতে পারেন এজন্য html5, css3 ও bootstrap4 নিয়ে আমরা আলাদাভাবে একটি কোর্স তৈরি করেছি। আপনি যখন এই প্রোগ্রামে রেজিস্টার করবেন, তখন মূল কোর্সের পাশাপাশি html, css ও bootstrap কোর্সেরও এক্সেস পেয়ে যাবেন! মূল কথাঃ আপনি যদি আগে থেকে কোনো কোডিং নাও পারেন তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
Modern JavaScript Programming
আমাদের লম্বা জার্নি শুরু হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে! ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো থেকে শুরু করে Object Oriented Programming, ES5, ES6, DOM, AJAX, JSON, API সহ জাভাস্ক্রিপ্টের দরকারি সব কনসেপ্টগুলো শিখে সেগুলো দিয়ে তিনটি প্রজেক্ট করা শিখবেন। মূলত জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরীগুলো শেখার জন্য যে সলিড ফাউন্ডেশন এবং কনফিডেন্স প্রয়োজন, সেগুলো পেয়ে যাবেন এই সেকশনে।
React for Frontend Development with Redux
ফ্রন্ট এন্ডের জন্য আমরা বিশ্বের সবচেয়ে ডিমান্ডিং জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী REACT কে বেঁছে নিয়েছি। এই সেকশনে React, Redux, Router ও মডার্ন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে শক্তিশালী ও স্কেলেবল ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করা শিখবেন, একেবারে শূন্য থেকে। React এর বিভিন্ন কম্পোনেন্ট, সিঙ্গেল পেইজ এপ্লিকেশন, রেস্পন্সিভ ইউজার ইন্টারফেস, এনিমেশন, ক্লায়েন্ট-সার্ভার কমিউনিকেশন ইত্যাদি শিখতে শিখতেই একটি প্রজেক্ট করা হয়ে যাবে; আর শেখার পর আরেকটি প্রজেক্ট!
React Native for Multiplatform App Development (Optional)
কমপ্লিটলি নেটিভ মোবাইল অ্যাপ ডেভেলপ করে তার সাথে ওয়েব এর কোড কানেক্ট করে সত্যিকার অর্থেই মাল্টিপ্ল্যাটফর্ম এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন এই সেকশনে। এখানেও আমরা REACT NATIVE এর দরকারি সব কনসেপ্ট আলোচনা করতে করতেই একটি মোবাইল অ্যাপ প্রজেক্ট করে দেখাবো; আর আলোচনা শেষে আরেকটি প্রজেক্ট। React with Redux শেখার পর React Native শিখে ফেললে দক্ষতা, ফ্লেক্সিবিলিটি আর কনফিডেন্সের দিক থেকে আপনি অনেক এগিয়ে যাবেন নিঃসন্দেহে!
Backend Development with NodeJS, Express & MongoDB
এই অংশে বর্তমানের অন্যতম ডিমান্ডিং জাভাস্ক্রিপ্ট রানটাইম সিস্টেম – Node JS ব্যবহার করে সার্ভার সাইড ডেভেলপমেন্ট শিখে নিবেন! NodeJS এর বিভিন্ন কনসেপ্ট ও মডিউল – Express এবং ডেটাবেজ সাইডে NoSQL তথা MongoDB শেখার পাশাপাশি REST API ব্যবহার করে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড কানেক্ট করার ব্যাপারগুলো শিখে নিবেন হাতে-কলমে প্রজেক্ট করতে করতে! এই সেকশনে এসে আপনার ফুল স্ট্যাক জার্নি পূর্ণতা পাবে!
বহুব্রীহির ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম এত স্পেশাল কেন?
কিছু ‘অস্বাভাবিক’ সুবিধার জন্য এটি স্পেশাল – যেগুলো রেগুলার অনলাইন বা অফলাইন কোর্সে এত ডেডিকেটেডভাবে দেয়া সম্ভব হয় না। এসব সুবিধা নিশ্চিত করতেই মূলত আমরা ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্র্যাক চালু করেছি। নতুন ব্যাচের জন্য সুবিধাগুলো আপডেটও করছি আমরা!
প্রবলেম সলভিং ও মেন্টর সাপোর্ট
পুরো ব্যাচের স্টুডেন্টদের জন্য থাকবে ডেডিকেটেড একটি ফেসবুক গ্রুপ। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সপ্তাহের ৬ দিন একটি নির্দিষ্ট সময়ের জন্য (দিনে ৪ ঘণ্টা করে) অনলাইনে থাকবেন আপনার বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর দেবার জন্য! এ নির্ধারিত Support Hour-এর মধ্যে গ্রুপে পোস্ট করলে সাপোর্ট পেয়ে যাবেন। এ সময়ের বাইরে পোস্ট করলে, মেন্টর পরবর্তী দিনের Support Hour-এ এসে রিপ্লাই দেবেন।
ফেসবুক গ্রুপের পাশাপাশি একটা মেসেঞ্জার গ্রুপও থাকবে, যেন আপনি ব্যাচের অন্য স্টুডেন্টদের সাথে লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে সরাসরি আলোচনা করতে পারেন।
১০টি আপডেটেড প্রজেক্ট
হ্যাঁ। শুনতে বাড়াবাড়ি মনে হলেও আমরা পুরো প্রোগ্রামে মোট ১০টি প্রজেক্টই করে দেখাবো। এগুলোর মধ্যে কিছু প্রজেক্ট কনসেপ্ট বোঝাতে বোঝাতেই ডেভেলপ করা হবে। বাকিগুলো কনসেপ্ট বোঝানোর পর Capstone Projects হিসাবে করে দেখানো হবে। সোর্স কোডগুলো ব্যাচের স্টুডেন্টদের সাথে শেয়ার করে হবে, যেন সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এ প্রজেক্টগুলোতে এমন সব ফিচার করে দেখানো হয়েছে, যা প্র্যাকটিস করলে যেকোনো ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ শুরু করার সাহস পেয়ে যাবেন!
প্রজেক্ট অ্যাসেসমেন্ট ও পার্সোনাল ফিডব্যাক
পুরো প্রোগ্রামে মোট ১০টি প্রজেক্ট তো আমরা করে দেখাবো। কিন্তু এর বাইরে আরো ১০টি প্রজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে সেগুলো আপনি অ্যাসাইনমেন্ট হিসাবে সাবমিট করবেন। ৬ মাসের মধ্যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করলে প্রতিটি অ্যাসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি অ্যাসেস করবো। প্রতিটির জন্য ইমেইলের মাধ্যমে পার্সোনাল ফিডব্যাক জানিয়ে দেবো আপনাকে। অ্যাসেসমেন্টের পর Passing Score তুলতে পারলে প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য আলাদা সার্টিফিকেট পাবেন। অর্থাৎ, ১০টি অ্যাসাইনমেন্টে পাশ করতে করতে ১০টি সার্টিফিকেট অর্জন করে ফেলবেন! এছাড়া কনসেপ্ট যাচাই করে নেবার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই। এই কুইজ ও অ্যাসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে। উল্লেখ্য যে, বর্তমান অ্যাসাইনমেন্টগুলোর সাথে আমরা নতুন আরো অ্যাসাইনমেন্ট যোগ করছি।
ক্যারিয়ার ও প্রফেশনাল ব্র্যান্ডিং গাইডলাইন
আপনি পুরো প্রোগ্রাম ভালোভাবে অনুসরণ করলে ২২টি প্রজেক্টের বিশাল একটি পোর্টফোলিও তৈরি হয়ে যাবে আপনার, যেটা টেক ইন্ডাস্ট্রিতে জব পাবার জন্য দারুণ একটা স্টার্টিং পয়েন্ট। তবে আপনাকে জব-রেডি করে তোলার জন্য আরো ক্যারিয়ার সাপোর্ট দেয়া হবে আমাদের প্রোগ্রামে। এর জন্য রেজ্যুমে রাইটিং, ইন্টারভিউ প্রিপারেশন, লিংকডইন প্রোফাইল – এসব টপিকের উপর আমরা এক্সট্রা কিছু মডিউল (রেকর্ডেড কনটেন্ট) রেডি করে কোর্সে যুক্ত করে দেবো। এছাড়া, ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে আমরা যদি কোনো ক্যারিয়ার সেশন আয়োজন করি, সেখানে আপনার অংশগ্রহণকে অগ্রাধিকার দেয়া হবে। অর্থাৎ, টেক ইন্ডাস্ট্রি জবের জন্য প্রফেশনাল ব্র্যান্ডিং এ কোর্স থেকেই হয়ে যাবে আপনার!
এক্সপার্ট সেশন (প্রয়োজনের ভিত্তিতে)
ক্যারিয়ার গাইডলাইন থেকে হেল্প নেয়ার পরও আপনি যদি আরও বেটার প্রিপারেশনের জন্য এক্সপার্ট কারো সাথে পার্সোনালি কথা বলতে চান, তাহলে আপনার জন্য সে অপশনও থাকবে। সিভি / GitHub / লিংকডইন প্রোফাইল রিভিউ করিয়ে নেয়ার জন্য, বা ইন্টারভিউ প্রিপারেশন বা ক্যারিয়ার-রিলেটেড যেকোনো স্ট্রাগল শেয়ার করে পরামর্শ নেবার জন্য আপনি 1-on-1 এক্সপার্ট সেশনের রিকোয়েস্ট করতে পারবেন। আমরা ইতোমধ্যে এ সেশনগুলোর জন্য Expert Pool বানানোর কাজ করছি।
জব প্লেসমেন্ট সাপোর্ট
ব্যাচের বেস্ট পারফর্মিং শিক্ষার্থীদের রেজ্যুমে আমরা আমাদের Hiring Partner-দের সাথে শেয়ার করে রাখবো। তাদের যখন ক্যান্ডিডেট লাগবে, আমাদের শিক্ষার্থীদের তারা বিবেচনা করে দেখবে। যদিও কোর্স শেষে চাকরির গ্যারান্টি দেয়া সম্ভব নয় কারো পক্ষে, আমরা আমাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন নিয়োগদাতাদের কাছে আমাদের শিক্ষার্থীদের ইনফো পৌঁছে যায়। এছাড়া এক্সপার্ট সেশনগুলো থেকেও জব হান্ট ও অ্যাপ্লিকেশন সম্পর্কিত পরামর্শ পাবেন খুব ভালোভাবে। তাই জব প্লেসমেন্ট সাপোর্ট ঠিকভাবে পেতে ৬ মাসের মধ্যে পুরো ক্যারিয়ার ট্র্যাকের সিলেবাস ঠিকভাবে শেষ করে অ্যাসাইনমেন্টগুলো জমা দিন।
লাইভ সেশন
পুরো প্রোগ্রামের যাবতীয় ম্যাটেরিয়াল আমরা এমনভাবে সাজিয়েছি যেন ওয়েব ডেভেলপমেন্টের একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের সবকিছু আপনি আয়ত্ত করতে পারেন। কিন্তু এরপরও হয়তো আপনি মাঝে মাঝে কঠিন কনসেপ্টগুলোতে আটকে যেতে পারেন। চিন্তার কিছু নেই! আপনাকে হেল্প করার জন্য ডিমান্ড অনুযায়ী মাঝে মাঝে আমরা ব্যাচের জন্য ডেডিকেটেড ফেসবুক গ্রুপ থেকেই লাইভ সেশন নেবো।
ফ্রিল্যান্সিং গাইডলাইন
সত্যি বলতে, ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামটি আমরা ফ্রিল্যান্সিং ফোকাস করে বানাইনি। কারণ আমরা বিশ্বাস করি যে, কোর্সের সব ম্যাটেরিয়াল আয়ত্ত করে কনফিডেন্স অর্জন করতে পারলে বাকিটা এক্সপ্লোর করার মতো সাহসও আপনি পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্য আপনার মধ্যে সে কনফিডেন্স এনে দেয়া। তবে বহুব্রীহি’তে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কোনো সেশন আয়োজন করলে বা কোনো কোর্স চালু করলে সে ব্যাপারে আপনাকে আপডেট জানাবো, যেন আপনি অংশগ্রহণ করতে পারেন। এক্ষেত্রে প্রয়োজনে স্পেশাল ছাড়েরও ব্যবস্থা করা হবে!
কী কী প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট করা হবে এই প্রোগ্রামে?
Project
Assignment
JavaScript এ ৩ টি প্রজেক্ট ও ৩ টি অ্যাসাইনমেন্ট
React & Redux এ ২ টি প্রজেক্ট ও ২ টি অ্যাসাইনমেন্ট
React Native এ ২ টি প্রজেক্ট ও ২ টি অ্যাসাইনমেন্ট
NodeJS + Express এ ৩ টি প্রজেক্ট ও ৩ টি অ্যাসাইনমেন্ট
ক্যারিয়ার ট্র্যাকের শিক্ষার্থীরা কী বলছেন?
সব মিলিয়ে আমি বলতে পারি – কেউ যদি ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চায়, তাহলে তার যাত্রা এই ক্যারিয়ার ট্র্যাক দিয়ে শুরু করা ইজ দ্যা বেস্ট ডিসিশন। এবং ক্যারিয়্যার ট্র্যাক যেসব সুবিধা দেয়ার প্রমিস করেছে, সেগুলো স্টুডেন্টদের প্রোভাইড করতে বহুব্রীহির টীম যথেষ্ট ডেডিকেটেড।

এস. আর. শুভ
প্রবলেম ফেস করলে মেন্টর সাপোর্ট ও ব্যাচের অন্যান্য স্টুডেন্টদের থেকে সাপোর্ট পেয়েছি। স্পেশালি ইন্সট্রাক্টরের কথা না বললেই নয়, আমি সীমান্ত পাল ভাইয়াকে একটা প্রবলেমের জন্য ১২/১৩ বার নক করেছি, উনি বিষয়টি বিস্তারিত আমাকে বুঝিয়েছেন। এছাড়া কোর্স কন্টেন্টগুলো সুন্দর করে সাজানো এবং প্রত্যেকটা বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

আশিকুর রহমান
এই ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফী আসলে যা আছে তার থেকে অনেক বেশি ডিজার্ভ করে। বহুব্রীহি টিমকে ধন্যবাদ এত কম টাকায় এত ভাল মানের একটা কোর্স নিয়ে আসার জন্য।

শাকিল আহমেদ
আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে যারা আছেন, তাদের প্রত্যেককেই আমার কাছে যথেষ্ট যোগ্য, প্রযুক্তির সাথে আপডেটেড এবং বেশ বন্ধুসুলভ মনে হয়েছে! এই কথাটি আমি ক্যারিয়ার ট্র্যাকের পাক্ষিক জুম মিটিং এবং ডিস্কাশন ফোরামে প্রশ্নসমূহের উত্তর পাবার ধরনের ওপর ভিত্তি করে বলছি।

অনুপ কুমার মিত্র
I came across the career track of Bohubrihi and after searching and comparing to other courses, I found it well organized. The instructions are neat and delivered properly.

TOUHIDUL ISLAM KHAN
I compared Bohubrihi’s course with other courses that I had took earlier, and Bohubrihi’s course provides more value in it truly speaking. Up until now I’m learning from the course and gaining massive value from it.

ADIAT HASAN
Frequently answered questions
ছয় মাস আর ২ বছরের হিসাবটা বুঝিনি
মূল প্রোগ্রাম ছয় মাসের। অর্থাৎ প্রজেক্ট রিভিউ, মেন্টর সাপোর্ট, প্রজেক্ট সাবমিশন, সার্টিফিকেট, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ সম্ভাবনা – এই ফীচারগুলো থাকবে প্রথম ছয় মাস।
তবে কোর্স কন্টেন্টগুলো (ভিডিও, কোড, কুইজ) আপনার একাউন্টে ২ বছর পর্যন্ত থাকবে; যাতে প্রয়োজনমত শেখা এবং প্র্যাকটিস করা চালু রাখতে পারেন।
কেমন সময় দেয়া লাগবে এই প্রোগ্রামে
এটি তো আসলে ব্যক্তিবিশেষে আলাদা – কারও কম সময় লাগবে, কারও বেশি সময় লাগবে!
তবে আশা করা যায়ঃ প্রতি সপ্তাহে গড়ে ১৫-২০ ঘণ্টা করে সময় দিলে আপনি চার মাসের মধ্যে পুরো সিলেবাস শিখে এবং প্রজেক্ট সাবমিট করে শেষ করতে পারবেন।
প্রোগ্রাম ৬ মাসের আর কনটেন্ট এক্সেস ২ বছরের, কিন্তু এর বেশি না কেনো?
যাতে ক্যারিয়ার ট্র্যাকের পার্টিসিপেন্টরা যথেষ্ট এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলেন ছয় মাসের মধ্যে। আর কনটেন্ট ২ বছরের বেশি না কারণ এগুলো শিখতে এমনিও ২ বছরের বেশি সময় লাগা উচিৎ না।
এই ট্র্যাকের প্রতিটি কোর্স আলাদা আলাদাভাবেও বিক্রি করবো আমরা, সেগুলোয় লাইফটাইম এক্সেস এবং ডিসকাশন ফোরামের সাপোর্ট পাওয়া যাবে। কাজেই যদি বেশিদিন এক্সেসে ও সাপোর্টের দরকার হয়, তাহলে আলাদাভাবে ওগুলো কিনতে পারেন।
কিন্তু ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে আমরা এমন পার্টিসিপেন্টদের চাইছি যারা নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলতে চাইবেন; এজন্য সময় বেঁধে দিয়েছি!
সবগুলো প্রজেক্ট কি ছয় মাসেই শেষ করতে হবে?
হ্যাঁ, ছয় মাসেই শেষ করতে হবে। তা না হলে আমাদের পক্ষে প্রজেক্ট রিভিউ ও স্কোর করা সম্ভব হবে না; অর্থাৎ সার্টিফিকেটও দেওয়া হবে না ছয় মাসের পর।
যদিও আপনি চাইলে নিজ উদ্যোগে ছয় মাসের পরও প্রজেক্ট প্র্যাকটিস করতেই পারেন।
ছয় মাস পর সাপোর্ট পাবো কোথায়?
আমরা পার্টিসিপেন্টদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরি করবো; সেখানে নিজেরা নিজেদের ভিতর সাহায্য চাইতে ও করতে পারবেন। তবে অফিশিয়ালি ছয় মাস পর আমরা ‘মেন্টর সাপোর্ট’ দিবো না। কাজেই সর্বোচ্চ আউটকাম পেতে ছয় মাসের মধ্যেই কোর্স শেষ করার চেষ্টা করতে হবে আপনাদের!
সার্টিফিকেট পাওয়া যাবে?
হ্যাঁ, অবশ্যই। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। তবে এজন্য ছয় মাসের ভিতর কোর্স শেষ করতে হবে। কারন প্রজেক্ট রিভিউ এর মত ব্যাপার গুলো এই ছয় মাসের পর থাকবে না।
এটি কি ১০০% অনলাইন?
হ্যাঁ, এটি সম্পূর্ণ অনলাইন প্রোগ্রাম, এখানে অংশ নিতে বাসার বাইরে পা ফেলতে হবে না! ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।
ক্লাসগুলো কি লাইভ নাকি প্রি-রেকর্ডেড?
প্রোগ্রামের ৯০-৯৫% কনটেন্টই Pre-Recorded ভিডিও; এতে করে আপনার সুবিধামত সময়ে ও সুবিধামত গতিতে কোর্সের ম্যাটেরিয়াল দেখে দেখে শিখতে পারবেন।
Pre-Recorded Video ছাড়াও প্রতি দুই সপ্তাহে একটি করে লাইভ আড্ডা হবে; এবং শেষের দিকে ক্যারিয়ার রিলেটেড কিছু লাইভ সেশন হবে।
কোর্স কোন সময় করব? নির্দিষ্ট কোন সময় ক্লাস হবে কিনা?
আপনি রেজিস্টার করার সাথে সাথে কোর্সের সবগুলো ম্যাটেরিয়াল একসাথে আপনার একাউন্টে চলে আসবে। ম্যাটেরিয়াল বলতে ভিডিও, সোর্স কোড, কুইজ, এসাইনমেন্ট – সব চলে আসবে সাথে সাথেই। আপনার যখন যে সেকশন ইচ্ছা দেখতে পারবেন, যখন যে এসাইনমেন্ট ইচ্ছা সাবমিট করতে পারবেন। লাইভ ক্লাস না হওয়ায় এবং সব ম্যাটেরিয়ালস একসাথে পেয়ে যাওয়ায় আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কোর্স করতে থাকবেন।
E-commerce প্রজেক্টে কি পেমেন্ট গেটওয়ে Integration শেখানো হবে?
হ্যাঁ, E-Commerce সাইটে পেমেন্ট গেটওয়ে Integration কিভাবে করতে হয়, তা দেখানো আছে কোর্সে।
ফুল স্ট্যাক বলতে আসলে কী বোঝায়?
ওয়েব ডেভেলপমেন্টের দুটো অংশ – ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। Front End হল আমরা ওয়েবসাইটের যে অংশটি সরাসরি দেখি। আর Back End হল সার্ভার সাইড যেখান থেকে ফ্রন্ট এন্ডের সবকিছু কন্ট্রোল হয়।
এখন আপনি যদি এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের পুরোটা ডেভেলপ করার মত দক্ষতা অর্জন করেন, সেক্ষেত্রে আপনাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলা যাবে!
এই প্রোগ্রামে আমার কেনো জয়েন করা উচিৎ?
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তবে এই প্রোগ্রাম আপনার জন্য। এই প্রোগ্রামের যেসব ফিচার এবং সুবিধা রয়েছে, সেগুলো আপনাকে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশনের পুরোটা তৈরির কনফিডেন্স দিবে এবং আপনাকে একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে তৈরি হতে সাহায্য করবে।
শিক্ষাগত যোগ্যতা? নন-টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ এটি করতে পারবে?
নির্দিষ্ট কোন ডিগ্রি Requirement নেই। তবে, কমপক্ষে এইচ,এস,সি, বা সমমানের যোগ্যতা থাকা উচিত। STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের কেউ হলে সহজেই এই কোর্স করতে পারবে। এছাড়া, নন-টেকনিকাল যেমন কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষরাও এই কোর্স করতে পারবে। তবে, কিছু বেসিক বিষয় জানতে হবে; যেমন – Basic Algebra সম্পর্কে ভাল ধারণা থাকা, কম্পিউটার চালানোয় এবং ইন্টারনেট ব্রাউজার ব্যবহারে Comfortable হতে হবে। এছাড়া গুগলে সার্চ করে কোনো টপিক ঘেঁটে দেখার মত অভ্যাস থাকা উচিৎ।
ওয়েব ডিজাইন কিংবা কোডিং পারা লাগবে?
কোর্সটি বিগিনারদের জন্য। তাই কোডিং না পারলেও সমস্যা নেই। এখানে প্রয়োজনীয় কোডিং শেখানো হবে। ওয়েব ডিজাইন নিয়ে হাল্কা ধারণা থাকলে ভাল, তবে না থাকলেও চলবে।
এই প্রোগ্রামের কোর্সগুলো কি স্পেসিফিক সিরিয়াল মেনে করতে হবে?
যেভাবে কন্টেন্ট সাজানো আছে, ঐ সিরিয়ালে কোর্স করলেই ভাল। তবে আপনি যেকোন সময় যেকোন অংশ এক্সেস করতেই পারেন।
এই কোর্স করে আমি প্রফেশনাল ডেভেলপার হতে পারবো? চাকরি তে এপ্লাই?
যদি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব শেষ করতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। কোর্সে অনেক গুলো প্রজেক্ট থাকবে, যেগুলো আপনি নিজের CV/Resume/Porfolio তে যোগ করতে পারবেন। ওয়েব ডেভেলপার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কোথায় প্র্যাকটিস করা উচিৎ, কিরকম পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে এপ্লাই করা উচিৎ, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে ডেভেলপার নিয়োগ করে, সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে পূরণ করা উচিৎ – মোট কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু নিয়ে আমরা গাইডলাইন দিবো প্রোগ্রামের শেষ দিকের একটি সেশনে।
এই প্রোগ্রাম আমাকে কী ধরনের চাকুরীর জন্য প্রস্তুত করবে?
মূলত ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত চাকরীর জন্য প্রস্তুত হবেন। Front-End Developer, Back-End Developer, Full-Stack Developer, Back-End Software Engineer এই পজিশনগুলোর জন্য প্রস্তুত হবেন।
ফ্রি-ল্যান্সিং শেখানো হবে? কাজ পাইয়ে দেয়া হবে?
সত্যি বলতে, ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামটি আমরা ফ্রিল্যান্সিং ফোকাস করে বানাইনি। টাকা অর্জনের চেয়ে সত্যিকার অর্থে শেখার দিকেই আমাদের সবটুকু ফোকাস থাকবে। আমরা বিশ্বাস করি শেখার মাধ্যমে কনফিডেন্স অর্জন করতে পারলে বাকিটা এক্সপ্লোর করার মত সাহসও শিক্ষার্থীদের হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই কনফিডেন্স তৈরি করা। তবে প্রোগ্রাম শুরুর পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুরোধ করলে ১টি লাইভ সেশনের আয়োজন করে ফ্রিল্যান্সিং বিষয়ক গাইডলাইন দেয়ার ব্যবস্থা করবো।
আমি অলরেডি কিছু কোর্স কিনেছি, ডিস্কাউন্ট?
আপনি যদি এই প্রোগ্রামের অন্তুর্ভুক্ত কোনো কোর্স (Python, JavaScript, SQL বা Django) আগেও আলাদাভাবে কিনে থাকেন, তাহলে আপনাকে কিছুটা ডিস্কাউন্ট দেয়া হবে; আমাদের সাথে যোগাযোগ করুন।
কীভাবে রেজিস্টার করবো? পেমেন্ট কি দিয়ে? রিফান্ড পলিসি কেমন?
বিকাশ, রকেট, নগদ, যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ দেশের প্রচলিত প্রায় যেকোনো সিস্টেমেই পেমেন্ট করা যাবে।
প্রোগ্রামে এনরোল করার জন্য REGISTER NOW বাটনে ক্লিক করে চেকাউট পেইজে যান; গিয়ে আপনার একাউন্টের ইনফো দিয়ে PLACE ORDER বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে পেমেন্টের বিস্তারিত গাইডলাইন দেয়া থাকবে, সেগুলো ফলো করে ২ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন।
ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফী এর ক্ষেত্রে আমরা কোনো Refund অপশন রাখছি না। প্রয়োজনে আপনি বিস্তারিত সিলেবাস ও অনেকগুলো ডেমো ভিডিও দেখে, এমনকি আমাদের অন্যান্য ফ্রী কোর্সে এনরোল করে আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা পেতে পারেন। তবে জটিলতা এড়াতে ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফী রিফান্ড করা হবে না।
আপনি যার কাছ থেকে শিখবেন

Simanta Paul
Instructor at Bohubrihi
Software Engineer at Paysera, having more than three years of experience in full stack web development. He is the author of some of the top rated programming & web development courses on Bohubrihi.
Simanta is a Computer Science graduate of Chittagong University of Engineering & Technology (CUET).
এই কোর্সের ভেতরে যা যা রয়েছে
এই কোর্সের ভেতরে
যা যা রয়েছে
80+ Hours video
765+ Students
mentor support
20 Real-Life Projects
Code Review & Feedback
Beginner to Pro
Quizzes & Assignments
Professional Certificate
Duration 6 months
2 Years of Content Access
কোর্সের মূল্য
৳১০,০০০ ৳৭,০০০
কী কী শিখবেন এ কোর্স থেকে?
ওয়েব ডেভেলপমেন্ট বেসিকস
ওয়েব ডেভেলপমেন্ট অ্যাডভান্সড
মডার্ন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ডায়নামিক হয়। অর্থাৎ সেগুলোতে ইউজাররা নানা ধরনের ইন্টারঅ্যাকশন করে থাকেন। আবার সেসব ইন্টারঅ্যাকশন নিয়ন্ত্রণ করা হয় একটি সিস্টেম দিয়ে, যেটি গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ ও সংরক্ষণের কাজও করে। পুরো প্রক্রিয়াটি দাঁড় করানোর জন্য বিভিন্ন টেকনোলজি ব্যবহার করেন ওয়েব ডেভেলপাররা। এ কোর্সে আপনি মূলত জোর দেবেন JavaScript-বেজড টেকনোলজির উপর।
JavaScript-বেজড টেকনোলজি
- JavaScript
- React + Redux
- React Native (Optional)
- NodeJS
- Express
- MongoDB
রিয়েল-লাইফ প্রজেক্ট
ওয়েব ডেভেলপমেন্টের জন্য দরকারি টেকনোলজিগুলো নিয়ে আপনি যা কিছু জানবেন, সেগুলো ১০টি রিয়েল-লাইফ প্রজেক্টের মাধ্যমে করে দেখানো হবে। আপনি নিজেও ১০টি প্রজেক্ট করবেন।
বিস্তারিত জানার জন্য কোর্সের সিলেবাস ও প্রজেক্ট সেকশন দেখে নিন।
প্রোগ্রামটি কাদের জন্য?
যারা নতুন করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ও মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান।
অথবা যারা অলরেডি কিছুটা পারেন কিন্তু নতুন Stack শিখতে চান, বা আরও বেশি বেশি প্র্যাকটিস করে কনফিডেন্স অর্জন করতে চান।
সম্পূর্ণ বিগিনাররাও পারবে?
সম্পূর্ণ বিগিনাররাও এই প্রোগ্রামে যুক্ত হয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে পারবেন।
আপনি যদি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের নাও হন, বা আগে থেকে কোনো কোডিং নাও পারেন, তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন!
আর কী কী লাগবে?
একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন (ব্রডব্যান্ড হলে ভাল) দরকার হবে।
কম্পিউটারে সফটওয়্যার যা লাগবে তা কোর্সের ভিতরই দেখিয়ে দেয়া হবে, আগে থেকে চিন্তা করতে হবে না। ভার্শন নিয়েও চিন্তার কিছু নেই!
ছয় মাসের প্রোগ্রামে আপনি কী কী শিখবেন?
ছয় মাসের প্রোগ্রামে আপনি
কী কী শিখবেন?
HTML5, CSS3, Bootstrap 4
HTML5, CSS3,
Bootstrap 4
ক্যারিয়ার ট্র্যাকে যারা অংশ নিচ্ছেন, তাদের বেশিরভাগই এগুলো সম্পর্কে বেসিক ধারণা রাখেন; তাই মূল প্রোগ্রামে এগুলো ঢুকিয়ে সিলেবাস বড় করতে চাইনি আমরা। কিন্তু যাদের এই তিনটি টপিকে ধারণা নেই তারাও যেন এই প্রোগ্রামে অংশ নিতে পারেন এজন্য html5, css3 ও bootstrap4 নিয়ে আমরা আলাদাভাবে একটি কোর্স তৈরি করেছি। আপনি যখন এই প্রোগ্রামে রেজিস্টার করবেন, তখন মূল কোর্সের পাশাপাশি html, css ও bootstrap কোর্সেরও এক্সেস পেয়ে যাবেন! মূল কথাঃ আপনি যদি আগে থেকে কোনো কোডিং নাও পারেন তবুও এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন।
Modern JavaScript Programming
আমাদের লম্বা জার্নি শুরু হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে! ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো থেকে শুরু করে Object Oriented Programming, ES5, ES6, DOM, AJAX, JSON, API সহ জাভাস্ক্রিপ্টের দরকারি সব কনসেপ্টগুলো শিখে সেগুলো দিয়ে তিনটি প্রজেক্ট করা শিখবেন। মূলত জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরীগুলো শেখার জন্য যে সলিড ফাউন্ডেশন এবং কনফিডেন্স প্রয়োজন, সেগুলো পেয়ে যাবেন এই সেকশনে।
React for Frontend Development with Redux
ফ্রন্ট এন্ডের জন্য আমরা বিশ্বের সবচেয়ে ডিমান্ডিং জাভাস্ক্রিপ্ট লাইব্রেরী REACT কে বেঁছে নিয়েছি। এই সেকশনে React, Redux, Router ও মডার্ন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে শক্তিশালী ও স্কেলেবল ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করা শিখবেন, একেবারে শূন্য থেকে। React এর বিভিন্ন কম্পোনেন্ট, সিঙ্গেল পেইজ এপ্লিকেশন, রেস্পন্সিভ ইউজার ইন্টারফেস, এনিমেশন, ক্লায়েন্ট-সার্ভার কমিউনিকেশন ইত্যাদি শিখতে শিখতেই একটি প্রজেক্ট করা হয়ে যাবে; আর শেখার পর আরেকটি প্রজেক্ট!
React Native for Multiplatform App Development (Optional)
কমপ্লিটলি নেটিভ মোবাইল অ্যাপ ডেভেলপ করে তার সাথে ওয়েব এর কোড কানেক্ট করে সত্যিকার অর্থেই মাল্টিপ্ল্যাটফর্ম এপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন এই সেকশনে। এখানেও আমরা REACT NATIVE এর দরকারি সব কনসেপ্ট আলোচনা করতে করতেই একটি মোবাইল অ্যাপ প্রজেক্ট করে দেখাবো; আর আলোচনা শেষে আরেকটি প্রজেক্ট। React with Redux শেখার পর React Native শিখে ফেললে দক্ষতা, ফ্লেক্সিবিলিটি আর কনফিডেন্সের দিক থেকে আপনি অনেক এগিয়ে যাবেন নিঃসন্দেহে!
Backend Development with NodeJS, Express & MongoDB
এই অংশে বর্তমানের অন্যতম ডিমান্ডিং জাভাস্ক্রিপ্ট রানটাইম সিস্টেম – Node JS ব্যবহার করে সার্ভার সাইড ডেভেলপমেন্ট শিখে নিবেন! NodeJS এর বিভিন্ন কনসেপ্ট ও মডিউল – Express এবং ডেটাবেজ সাইডে NoSQL তথা MongoDB শেখার পাশাপাশি REST API ব্যবহার করে ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড কানেক্ট করার ব্যাপারগুলো শিখে নিবেন হাতে-কলমে প্রজেক্ট করতে করতে! এই সেকশনে এসে আপনার ফুল স্ট্যাক জার্নি পূর্ণতা পাবে!
বহুব্রীহির ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম এতো স্পেশাল কেনো?
কিছু ‘অস্বাভাবিক’ সুবিধার জন্য এটি স্পেশাল – যেগুলো রেগুলার অনলাইন বা অফলাইন কোর্সে এতো ডেডিকেটেডভাবে দেয়া সম্ভব হয় না। এসব সুবিধা নিশ্চিত করতেই মূলত আমরা এই ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার ট্র্যাক চালু করেছি!
লাইভ মেন্টর সাপোর্ট
একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সপ্তাহের ৬ দিন একটি নির্দিষ্ট সময়ের জন্য (দিনে চার ঘণ্টা করে) অনলাইনে থাকবেন আপনার বিভিন্ন সমস্যা ও প্রশ্নের উত্তর দেয়ার জন্য। এই নির্ধারিত Support Hour এর মধ্যে ডিসকাশন ফোরামে পোস্ট করলে সাথে সাথেই সাপোর্ট পেয়ে যাবেন। আর এই সময়ের বাইরে পোস্ট করলে, মেন্টর পরবর্তী দিনের Support Hour এ এসে রিপ্লাই দিবেন।
১০টি প্রজেক্ট
হ্যা, শুনতে বাড়াবাড়ি মনে হলেও আমরা পুরো প্রোগ্রামে মোট ১০টি প্রজেক্টই করে দেখাবো। এগুলোর কিছু কিছু প্রজেক্ট কনসেপ্ট বুঝাতে বুঝাতেই ডেভেলপ করা হবে, আর বাকিগুলো কনসেপ্ট বুঝানোর পর Capstone Projects হিসেবে করে দেখানো হবে। সোর্স কোডগুলো আপনাদের দিয়ে দেয়া হবে যাতে সেগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই প্রজেক্টগুলোতে এমনসব ফীচার করে দেখানো হয়েছে, যা প্র্যাকটিস করলে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কাজ শুরু করার সাহস পেয়ে যাবেন!
ম্যানুয়াল প্রজেক্ট রিভিউ ও পার্সোনাল ফীডব্যাক
পুরো প্রোগ্রামে মোট ১০টি প্রজেক্ট তো আমরা করে দেখাবো; কিন্তু এর বাইরে আরও ১০টি প্রজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে; কমপ্লিট করে সেই প্রজেক্টগুলো এসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। ছয় মাসের মধ্যে এই এসাইনমেন্টগুলো সাবমিট করলে প্রতিটি এসাইনমেন্ট আমরা ম্যানুয়ালি রিভিউ করবো, প্রতিটির জন্যেই ইমেইলের মাধ্যমে পার্সোনাল ফীডব্যাক জানিয়ে দিবো। রিভিউ এর পর Passing Score তুলতে পারলে প্রতিটি এসাইনমেন্টের জন্য আলাদা সার্টিফিকেট পাবেন। অর্থাৎ ১০টি এসাইনমেন্টে পাশ করতে করতে ১০টি সার্টিফিকেট অর্জন করে ফেলবেন! এছাড়া কনসেপ্ট যাচাই করে নেয়ার জন্য প্রতিটি লেসনের শেষে কুইজ তো থাকবেই। এই কুইজ এবং এসাইনমেন্টের আলাদা আলাদা স্কোরগুলো কোর্সের শেষের ফাইনাল রেজাল্টে একত্রে প্রতিফলিত হবে।
প্রফেশনাল ব্র্যান্ড তৈরি
কিভাবে রেজিউমি প্রস্তুত করতে হয়, লিঙ্কডইন ও গিটহাবে কিভাবে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে হয়- এই বিষয়গুলো নিয়ে প্রোগ্রামের শেষ দিকে একটি সেশনের আয়োজন করবো। আপনি এই পুরো প্রোগ্রাম ভালভাবে অনুসরণ করলে ২২টি প্রজেক্টের বিশাল একটি পোর্টফোলিও তৈরি হয়ে যাওয়ার কথা! সেই পোর্টফোলিও কিভাবে তৈরি ও মেইনটেইন করতে হয় তা নিয়েও পরামর্শ থাকবে এই সেশনে।
জব ও ইন্টারভিউ প্রস্তুতি
ওয়েব ডেভেলপার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কোথায় প্র্যাকটিস করা উচিৎ, কিরকম পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে এপ্লাই করা উচিৎ, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে ডেভেলপার নিয়োগ করে, সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে মীট করা উচিৎ – মোট কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু নিয়ে আমরা গাইডলাইন দিবো প্রোগ্রামের শেষ দিকের একটি সেশনে।
ইন্টার্নশিপের সম্ভাবনা
এই প্রোগ্রামের সবচেয়ে ভাল পারফর্মার যারা (যারা ছয় মাসের মধ্যে ভালোভাবে প্রজেক্টগুলো শেষ করতে পেরেছে, দক্ষতা অর্জন করতে পেরেছে, পোর্টফোলিও এবং প্রফেশনাল প্রেজেন্স তৈরি করতে পেরেছে প্রোগ্রাম ফলো করে, Sincere থেকেছে, বেশি বেশি স্কোর অর্জন করেছে), তাদের রেজিউমিগুলো আমরা আমাদের বিভিন্ন পার্টনার কোম্পানিতে পাঠিয়ে দিবো ইন্টার্নশিপ বা অন্যান্য ধরনের এটাচমেন্ট এর জন্য। তবে প্লীজ খেয়াল করুনঃ আমরা জব বা ইন্টার্নশিপের কোনো প্রমিজ করছি না, গ্যারান্টি দিচ্ছি না। আমাদের পার্টনার কোম্পানিগুলোর সাথে আমাদের এই মর্মে চুক্তি আছে যে – এই প্রোগ্রামের বেস্ট পারফর্মারদের সিভি তাদের কাছে পাঠানো হবে, তারপর তারা সেগুলো রিভিউ করবে; জব অফার করা বা না করা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।
ফ্রিল্যান্সিং গাইডলাইন
সত্যি বলতে, ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামটি আমরা ফ্রিল্যান্সিং ফোকাস করে বানাইনি। টাকা অর্জনের চেয়ে সত্যিকার অর্থে শেখার দিকেই আমাদের সবটুকু ফোকাস থাকবে। আমরা বিশ্বাস করি শেখার মাধ্যমে কনফিডেন্স অর্জন করতে পারলে বাকিটা এক্সপ্লোর করার মত সাহসও শিক্ষার্থীদের হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই কনফিডেন্স তৈরি করা। তবে প্রোগ্রাম শুরুর পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুরোধ করলে ১টি লাইভ সেশনের আয়োজন করে ফ্রিল্যান্সিং বিষয়ক গাইডলাইন দেয়ার ব্যবস্থা করবো।
কী কী প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট করা হবে এই প্রোগ্রামে?
Project
Assignment
JavaScript এ ৩ টি প্রজেক্ট ও ৩ টি অ্যাসাইনমেন্ট
React & Redux এ ২ টি প্রজেক্ট ও ২ টি অ্যাসাইনমেন্ট
React Native এ ২ টি প্রজেক্ট ২ টি অ্যাসাইনমেন্ট
NodeJS with Express এ ৩ টি প্রজেক্ট ও ৩ টি অ্যাসাইনমেন্ট
We build a full Book List app in JavaScript, using classes, local storage and more.
ক্যারিয়ার ট্র্যাকের শিক্ষার্থীরা কী বলছেন?
ক্যারিয়ার ট্র্যাকের শিক্ষার্থীরা
কী বলছেন?
সব মিলিয়ে আমি বলতে পারি – কেউ যদি ফুলস্ট্যাক ওয়েব ডেভেলপার হতে চায়, তাহলে তার যাত্রা এই ক্যারিয়ার ট্র্যাক দিয়ে শুরু করা ইজ দ্যা বেস্ট ডিসিশন। এবং ক্যারিয়্যার ট্র্যাক যেসব সুবিধা দেয়ার প্রমিস করেছে, সেগুলো স্টুডেন্টদের প্রোভাইড করতে বহুব্রীহির টীম যথেষ্ট ডেডিকেটেড।

এস. আর. শুভ
প্রবলেম ফেস করলে মেন্টর সাপোর্ট ও ব্যাচের অন্যান্য স্টুডেন্টদের থেকে সাপোর্ট পেয়েছি। স্পেশালি ইন্সট্রাক্টরের কথা না বললেই নয়, আমি সীমান্ত পাল ভাইয়াকে একটা প্রবলেমের জন্য ১২/১৩ বার নক করেছি, উনি বিষয়টি বিস্তারিত আমাকে বুঝিয়েছেন। এছাড়া কোর্স কন্টেন্টগুলো সুন্দর করে সাজানো এবং প্রত্যেকটা বিষয় বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

আশিকুর রহমান
এই ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফী আসলে যা আছে তার থেকে অনেক বেশি ডিজার্ভ করে। বহুব্রীহি টিমকে ধন্যবাদ এত কম টাকায় এত ভাল মানের একটা কোর্স নিয়ে আসার জন্য।

শাকিল আহমেদ
আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ইন্সট্রাক্টর হিসেবে যারা আছেন, তাদের প্রত্যেককেই আমার কাছে যথেষ্ট যোগ্য, প্রযুক্তির সাথে আপডেটেড এবং বেশ বন্ধুসুলভ মনে হয়েছে! এই কথাটি আমি ক্যারিয়ার ট্র্যাকের পাক্ষিক জুম মিটিং এবং ডিস্কাশন ফোরামে প্রশ্নসমূহের উত্তর পাবার ধরনের ওপর ভিত্তি করে বলছি।

অনুপ কুমার মিত্র
I came across the career track of Bohubrihi and after searching and comparing to other courses, I found it well organized. The instructions are neat and delivered properly.

TOUHIDUL ISLAM KHAN
I compared Bohubrihi’s course with other courses that I had took earlier, and Bohubrihi’s course provides more value in it truly speaking. Up until now I’m learning from the course and gaining massive value from it.

ADIAT HASAN
Frequently answered questions
ছয় মাস আর ২ বছরের হিসাবটা বুঝিনি
মূল প্রোগ্রাম ছয় মাসের। অর্থাৎ প্রজেক্ট রিভিউ, মেন্টর সাপোর্ট, প্রজেক্ট সাবমিশন, লাইভ সেশন, সার্টিফিকেট, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টার্নশিপ সম্ভাবনা – এই ফীচারগুলো থাকবে প্রথম ছয় মাস।
তবে কোর্স কন্টেন্টগুলো (ভিডিও, কোড, কুইজ) আপনার একাউন্টে ২ বছর পর্যন্ত থাকবে; যাতে প্রয়োজনমত শেখা এবং প্র্যাকটিস করা চালু রাখতে পারেন।
কেমন সময় দেয়া লাগবে এই প্রোগ্রামে
এটি তো আসলে ব্যক্তিবিশেষে আলাদা – কারও কম সময় লাগবে, কারও বেশি সময় লাগবে!
তবে আশা করা যায়ঃ প্রতি সপ্তাহে গড়ে ১৫-২০ ঘণ্টা করে সময় দিলে আপনি চার মাসের মধ্যে পুরো সিলেবাস শিখে এবং প্রজেক্ট সাবমিট করে শেষ করতে পারবেন।
প্রোগ্রাম ৬ মাসের আর কনটেন্ট এক্সেস ২ বছরের, কিন্তু এর বেশি না কেনো?
যাতে ক্যারিয়ার ট্র্যাকের পার্টিসিপেন্টরা যথেষ্ট এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলেন ছয় মাসের মধ্যে। আর কনটেন্ট ২ বছরের বেশি না কারণ এগুলো শিখতে এমনিও ২ বছরের বেশি সময় লাগা উচিৎ না।
এই ট্র্যাকের প্রতিটি কোর্স আলাদা আলাদাভাবেও বিক্রি করবো আমরা, সেগুলোয় লাইফটাইম এক্সেস এবং ডিসকাশন ফোরামের সাপোর্ট পাওয়া যাবে। কাজেই যদি বেশিদিন এক্সেসে ও সাপোর্টের দরকার হয়, তাহলে আলাদাভাবে ওগুলো কিনতে পারেন।
কিন্তু ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামে আমরা এমন পার্টিসিপেন্টদের চাইছি যারা নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজগুলো শিখে ফেলতে চাইবেন; এজন্য সময় বেঁধে দিয়েছি!
সবগুলো প্রজেক্ট কি ছয় মাসেই শেষ করতে হবে?
হ্যাঁ, ছয় মাসেই শেষ করতে হবে। তা না হলে আমাদের পক্ষে প্রজেক্ট রিভিউ ও স্কোর করা সম্ভব হবে না; অর্থাৎ সার্টিফিকেটও দেওয়া হবে না ছয় মাসের পর।
যদিও আপনি চাইলে নিজ উদ্যোগে ছয় মাসের পরও প্রজেক্ট প্র্যাকটিস করতেই পারেন।
ছয় মাস পর সাপোর্ট পাবো কোথায়?
আমরা পার্টিসিপেন্টদের নিয়ে একটি ফেসবুক গ্রুপ তৈরি করবো; সেখানে নিজেরা নিজেদের ভিতর সাহায্য চাইতে ও করতে পারবেন। তবে অফিশিয়ালি ছয় মাস পর আমরা ‘মেন্টর সাপোর্ট’ দিবো না। কাজেই সর্বোচ্চ আউটকাম পেতে ছয় মাসের মধ্যেই কোর্স শেষ করার চেষ্টা করতে হবে আপনাদের!
সার্টিফিকেট পাওয়া যাবে?
হ্যাঁ, অবশ্যই। কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই। তবে এজন্য ছয় মাসের ভিতর কোর্স শেষ করতে হবে। কারন প্রজেক্ট রিভিউ এর মত ব্যাপার গুলো এই ছয় মাসের পর থাকবে না।
এটি কি ১০০% অনলাইন?
হ্যাঁ, এটি সম্পূর্ণ অনলাইন প্রোগ্রাম, এখানে অংশ নিতে বাসার বাইরে পা ফেলতে হবে না! ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে।
ক্লাসগুলো কি লাইভ নাকি প্রি-রেকর্ডেড?
প্রোগ্রামের ৯০-৯৫% কনটেন্টই Pre-Recorded ভিডিও; এতে করে আপনার সুবিধামত সময়ে ও সুবিধামত গতিতে কোর্সের ম্যাটেরিয়াল দেখে দেখে শিখতে পারবেন।
Pre-Recorded Video ছাড়াও প্রতি দুই সপ্তাহে একটি করে লাইভ আড্ডা হবে; এবং শেষের দিকে ক্যারিয়ার রিলেটেড কিছু লাইভ সেশন হবে।
কোর্স কোন সময় করব? নির্দিষ্ট কোন সময় ক্লাস হবে কিনা?
আপনি রেজিস্টার করার সাথে সাথে কোর্সের সবগুলো ম্যাটেরিয়াল একসাথে আপনার একাউন্টে চলে আসবে। ম্যাটেরিয়াল বলতে ভিডিও, সোর্স কোড, কুইজ, এসাইনমেন্ট – সব চলে আসবে সাথে সাথেই। আপনার যখন যে সেকশন ইচ্ছা দেখতে পারবেন, যখন যে এসাইনমেন্ট ইচ্ছা সাবমিট করতে পারবেন। লাইভ ক্লাস না হওয়ায় এবং সব ম্যাটেরিয়ালস একসাথে পেয়ে যাওয়ায় আপনি আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কোর্স করতে থাকবেন।
E-commerce প্রজেক্টে কি পেমেন্ট গেটওয়ে Integration শেখানো হবে?
হ্যাঁ, E-Commerce সাইটে পেমেন্ট গেটওয়ে Integration কিভাবে করতে হয়, তা দেখানো আছে কোর্সে।
ফুল স্ট্যাক বলতে আসলে কী বোঝায়?
ওয়েব ডেভেলপমেন্টের দুটো অংশ – ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। Front End হল আমরা ওয়েবসাইটের যে অংশটি সরাসরি দেখি। আর Back End হল সার্ভার সাইড যেখান থেকে ফ্রন্ট এন্ডের সবকিছু কন্ট্রোল হয়।
এখন আপনি যদি এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই পারেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের পুরোটা ডেভেলপ করার মত দক্ষতা অর্জন করেন, সেক্ষেত্রে আপনাকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলা যাবে!
এই প্রোগ্রামে আমার কেনো জয়েন করা উচিৎ?
আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান, তবে এই প্রোগ্রাম আপনার জন্য। এই প্রোগ্রামের যেসব ফিচার এবং সুবিধা রয়েছে, সেগুলো আপনাকে যেকোনো ধরনের ওয়েব এপ্লিকেশনের পুরোটা তৈরির কনফিডেন্স দিবে এবং আপনাকে একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে তৈরি হতে সাহায্য করবে।
শিক্ষাগত যোগ্যতা? নন-টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ এটি করতে পারবে?
নির্দিষ্ট কোন ডিগ্রি Requirement নেই। তবে, কমপক্ষে এইচ,এস,সি, বা সমমানের যোগ্যতা থাকা উচিত। STEM (Science, Technology, Engineering, Mathematics) ব্যাকগ্রাউন্ডের কেউ হলে সহজেই এই কোর্স করতে পারবে। এছাড়া, নন-টেকনিকাল যেমন কমার্স কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষরাও এই কোর্স করতে পারবে। তবে, কিছু বেসিক বিষয় জানতে হবে; যেমন – Basic Algebra সম্পর্কে ভাল ধারণা থাকা, কম্পিউটার চালানোয় এবং ইন্টারনেট ব্রাউজার ব্যবহারে Comfortable হতে হবে। এছাড়া গুগলে সার্চ করে কোনো টপিক ঘেঁটে দেখার মত অভ্যাস থাকা উচিৎ।
ওয়েব ডিজাইন কিংবা কোডিং পারা লাগবে?
কোর্সটি বিগিনারদের জন্য। তাই কোডিং না পারলেও সমস্যা নেই। এখানে প্রয়োজনীয় কোডিং শেখানো হবে। ওয়েব ডিজাইন নিয়ে হাল্কা ধারণা থাকলে ভাল, তবে না থাকলেও চলবে।
ওয়েব ডিজাইন কিংবা কোডিং পারা লাগবে?
কোর্সটি বিগিনারদের জন্য। তাই কোডিং না পারলেও সমস্যা নেই। এখানে প্রয়োজনীয় কোডিং শেখানো হবে। ওয়েব ডিজাইন নিয়ে হাল্কা ধারণা থাকলে ভাল, তবে না থাকলেও চলবে।
এই প্রোগ্রামের কোর্সগুলো কি স্পেসিফিক সিরিয়াল মেনে করতে হবে?
যেভাবে কন্টেন্ট সাজানো আছে, ঐ সিরিয়ালে কোর্স করলেই ভাল। তবে আপনি যেকোন সময় যেকোন অংশ এক্সেস করতেই পারেন।
এই কোর্স করে আমি প্রফেশনাল ডেভেলপার হতে পারবো? চাকরি তে এপ্লাই?
যদি কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত সব শেষ করতে পারেন, তাহলে অবশ্যই পারবেন। কোর্সে অনেক গুলো প্রজেক্ট থাকবে, যেগুলো আপনি নিজের CV/Resume/Porfolio তে যোগ করতে পারবেন। ওয়েব ডেভেলপার হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোতে কিভাবে নিয়োগ দেয়া হয়; তার জন্য কিভাবে প্রস্তুতি নেয়া উচিৎ, কোথায় প্র্যাকটিস করা উচিৎ, কিরকম পোর্টফোলিও থাকা উচিৎ, কিভাবে জব খুঁজে এপ্লাই করা উচিৎ, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়, তার জন্য কি কি প্রস্তুতি নেয়া উচিৎ, কোম্পানিগুলো ঠিক কি কি ক্রাইটেরিয়া দেখে ডেভেলপার নিয়োগ করে, সেই ক্রাইটেরিয়াগুলো কিভাবে পূরণ করা উচিৎ – মোট কথা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু নিয়ে আমরা গাইডলাইন দিবো প্রোগ্রামের শেষ দিকের একটি সেশনে।
এই প্রোগ্রাম আমাকে কী ধরনের চাকুরীর জন্য প্রস্তুত করবে?
মূলত ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত চাকরীর জন্য প্রস্তুত হবেন। Front-End Developer, Back-End Developer, Full-Stack Developer, Back-End Software Engineer এই পজিশনগুলোর জন্য প্রস্তুত হবেন।
ফ্রি-ল্যান্সিং শেখানো হবে? কাজ পাইয়ে দেয়া হবে?
সত্যি বলতে, ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামটি আমরা ফ্রিল্যান্সিং ফোকাস করে বানাইনি। টাকা অর্জনের চেয়ে সত্যিকার অর্থে শেখার দিকেই আমাদের সবটুকু ফোকাস থাকবে। আমরা বিশ্বাস করি শেখার মাধ্যমে কনফিডেন্স অর্জন করতে পারলে বাকিটা এক্সপ্লোর করার মত সাহসও শিক্ষার্থীদের হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সেই কনফিডেন্স তৈরি করা। তবে প্রোগ্রাম শুরুর পর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুরোধ করলে ১টি লাইভ সেশনের আয়োজন করে ফ্রিল্যান্সিং বিষয়ক গাইডলাইন দেয়ার ব্যবস্থা করবো।
আমি অলরেডি কিছু কোর্স কিনেছি, ডিস্কাউন্ট?
আপনি যদি এই প্রোগ্রামের অন্তুর্ভুক্ত কোনো কোর্স (Python, JavaScript, SQL বা Django) আগেও আলাদাভাবে কিনে থাকেন, তাহলে আপনাকে কিছুটা ডিস্কাউন্ট দেয়া হবে; আমাদের সাথে যোগাযোগ করুন।
কীভাবে রেজিস্টার করবো? পেমেন্ট কি দিয়ে? রিফান্ড পলিসি কেমন?
বিকাশ, রকেট, নগদ, যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডসহ দেশের প্রচলিত প্রায় যেকোনো সিস্টেমেই পেমেন্ট করা যাবে।
প্রোগ্রামে এনরোল করার জন্য REGISTER NOW বাটনে ক্লিক করে চেকাউট পেইজে যান; গিয়ে আপনার একাউন্টের ইনফো দিয়ে PLACE ORDER বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে পেমেন্টের বিস্তারিত গাইডলাইন দেয়া থাকবে, সেগুলো ফলো করে ২ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন।
ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন ফী এর ক্ষেত্রে আমরা কোনো Refund অপশন রাখছি না। প্রয়োজনে আপনি বিস্তারিত সিলেবাস ও অনেকগুলো ডেমো ভিডিও দেখে, এমনকি আমাদের অন্যান্য ফ্রী কোর্সে এনরোল করে আমাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা পেতে পারেন। তবে জটিলতা এড়াতে ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রামের রেজিস্ট্রেশন ফী রিফান্ড করা হবে না।
আপনি যার কাছ থেকে শিখবেন

Simanta Paul
Instructor at Bohubrihi
Software Engineer at Paysera, having more than three years of experience in full stack web development. He is the author of some of the top rated programming & web development courses on Bohubrihi.
Simanta is a Computer Science graduate of Chittagong University of Engineering & Technology (CUET).