বহুব্রীহি-র ইউজারদের প্রোফাইল পিকচারগুলো তাদের Gravatar একাউন্ট থেকে নেয়া হয়। আপনার Gravatar একাউন্টে যে ফটো থাকবে, বহুব্রীহির ড্যাশবোর্ডেও সেই ফটো শো করবে।
Gravatar হচ্ছে একটি ওয়েবসাইট, যেখানে মানুষ ফ্রী তে একাউন্ট খুলে তাদের Avatar (Profile Picture) আপ্লোড করতে পারে। বহুব্রীহির মতই লক্ষ লক্ষ ওয়েবসাইট ইউজারদের প্রোফাইল পিকচার ডিসপ্লে করার জন্য Gravatar ব্যবহার করে। আর সেই ওয়েবসাইটগুলো তে আপনি একাউন্ট খুললে সেখানে আপনার সেই Gravatar একাউন্টের ছবিই ব্যবহৃত হবে।
কাজেই, বহুব্রীহির ড্যাশবোর্ডে আপনার ছবি যুক্ত করার জন্য Gravatar এর ওয়েবসাইটে (www.gravatar.com) চলে যান, একটি একাউন্ট ক্রিয়েট করুন এবং এরপর সেখানে আপনার ছবি আপ্লোড করুন!