একটি কোর্সের সার্টিফিকেট কেবলমাত্র তখনই আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন, যখন সেই কোর্সটির ১০০% কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র ভিডিও লেসন কমপ্লিট করলেই কোর্সের ১০০% কমপ্লিট হয় না আসলে। ভিডিও ছাড়াও আমাদের কোর্সগুলোতে অন্যান্য ফরম্যাটের লেকচার থাকে, কুইজ/এসাইনমেন্ট, ফীডব্যাক থাকে – সবগুলো কমপ্লিট করার পরেই ১০০% কমপ্লিট হবে।
কোর্সের ১০০% কমপ্লিট হয়েছে কিনা তা বুঝাতে হলে কোর্স পেইজের Course Content টেবিলের দিকে খেয়াল করতে হবে। এই টেবিলের প্রতিটি সেকশন, সাব-সেকশন (অর্থাৎ টেবিলের প্রতিটি Row) এর বাম পাশে যদি সবুজ চিহ্ন থাকে, কেবল তাহলেই সেটি ১০০% কমপ্লিট হবে (নিচের ছবিতে দেখুন)। কাজেই এই টেবিল থেকেই আপনি বুঝতে পারবেন কোন কোন লেসন/টপিক/কুইজ/এসাইনমেন্ট এখনও Incomplete রয়ে গেছে; সেগুলো তে গিয়ে গিয়ে Complete করতে হবে।

কিন্তু কীভাবে কমপ্লিট করবেন?
- যেগুলো ভিডিও লেকচার, সেগুলোতে ভিডিও ফাইলগুলো একেবারে শেষ পর্যন্ত দেখলে অটোমেটিকালিই সেই লেকচারটি কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী পেইজে আপনি চলে যাবেন।
- যেগুলো ভিডিও লেকচার না (ধরুন Reading Materials, Discussion Forums, Feedback, Survey, etc) সেগুলো অটোমেটিকালি কমপ্লিট হবে না; ম্যানুয়ালি কমপ্লিট করতে হবে। এসব লেকচারের নিচে দেখবেন Mark As Complete নামক একটি বাটন আছে; সেই বাটনে ক্লিক করে কমপ্লিট করুন।
- যেগুলো কুইজ, সেগুলো কমপ্লিট করতে হলে অবশ্যই কুইজে অংশগ্রহণ করে Pass করতে হবে।
- যেগুলো এসাইনমেন্ট, সেগুলো সাবমিট করার পর আমাদের ইন্সট্রাক্টর সেগুলো রিভিউ করে স্কোর করবেন। স্কোর করার পর যদি পাশ মার্ক উঠে, কেবল তখনই আপনার সেই এসাইনমেন্ট কমপ্লিট হবে। এসাইনমেন্ট সাবমিট করার পর তা স্কোর করতে আমাদের মোটামুটি ৩-৪ দিন সময় লাগে; কাজেই এই সময় একটু ধৈর্য্য ধরুন। ৩-৪ দিনেও স্কোর না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
মোট কথাঃ কোর্স কনটেন্ট টেবিলের প্রত্যেকটি সারির বামপাশে যেন সবুজ চিহ্ন থাকে তা নিশ্চিত করতে পারলেই আপনার কোর্স ১০০% কমপ্লিট হবে এবং আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

555’||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||’
555*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),15)
JgylEvkk’)) OR 119=(SELECT 119 FROM PG_SLEEP(15))–
NuUanmdY’) OR 617=(SELECT 617 FROM PG_SLEEP(15))–
MPw8v2sG’ OR 824=(SELECT 824 FROM PG_SLEEP(15))–
-1)) OR 112=(SELECT 112 FROM PG_SLEEP(15))–
-5) OR 430=(SELECT 430 FROM PG_SLEEP(15))–
-5 OR 689=(SELECT 689 FROM PG_SLEEP(15))–
UtZJTzH8′; waitfor delay ‘0:0:15’ —
1 waitfor delay ‘0:0:15’ —
-1); waitfor delay ‘0:0:15’ —
-1; waitfor delay ‘0:0:15’ —
(select(0)from(select(sleep(15)))v)/*’+(select(0)from(select(sleep(15)))v)+'”+(select(0)from(select(sleep(15)))v)+”*/
0″XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR”Z
0’XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR’Z
if(now()=sysdate(),sleep(15),0)
WjqbkXyV
555
আমার কোর্স ১০০% হচ্ছে না কেন? আমার সব ভিডিও দেখা শেষ হয়েগেছে। কিন্তু, ২টা সার্ভে আছে সার্ভে ২টা কমপ্লিট করছি বারবার কিন্তু কমপ্লিট একবারও দেখাচ্ছে না। আর এই জন্যই আমি ১০০% করতে পারছি না। এই সমস্যাটা কিভাবে সমাধান করব অবশ্যই জানাবেন।