অথবা Menu> Timeline> Listing> Course> Add New
২. কোর্স টাইটেল নির্ধারণ করুন
টাইটেল যথাসম্ভব ছোট এবং আকর্ষণীয় করার চেষ্টা করুন। কোর্সে কি শেখানো হবে তা সুন্দরভাবে সম্পূর্ণরুপে যেন টাইটেলে ফুটে উঠে!

৩. Course Description যোগ করুন
কোর্সের একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখুন। বর্ণনায় যা যা থাকবেঃ
- কোর্সটি থেকে শিক্ষার্থীরা কি শিখবে
- কোর্সটি কাদের জন্য
- কোর্সটির করার জন্য কোনো পূর্বশর্ত আছে কিনা (প্রযোজ্য সাপেক্ষে)
৪. Category সিলেক্ট করুন
বিদ্যমান কোর্স ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন।
৫. ট্যাগ যোগ করুন (অপশনাল)
বিদ্যমান কোর্স ট্যাগ থেকে পছন্দ করুন। কাঙ্ক্ষিত ট্যাগটি না পেলে নতুন ট্যাগ যোগ করতে পারবেন।

৬. Order (অপশনাল)
আপনার কোর্সগুলোকে কাঙ্ক্ষিত ক্রমে সাজাতে এটি কার্যকরী। সর্বপ্রথম কোর্সের ক্রম (order) ১, দ্বিতীয়টির ২, এভাবে সবগুলো কোর্সকে নাম্বারিং করুন (যদি আপনার একাধিক কোর্স থাকে)। এতে আপনার কোর্সগুলোকে সহজেই ক্রমান্বিত করা যাবে।
৭. কোর্স ফিচারগুলো পূরণ করুন।
Course Materials:
কোর্সটি করার প্রয়োজনীয় যেকোন ম্যাটেরিয়াল এর নাম লিখুন। যেমনঃ আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখাতে চান, তাহলে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল হবে “adobe illustrator” বা এই ধরণের কোনো সফটওয়্যার, এবং একটি কমপিউটার। এই ফিল্ডটি HTML সাপোর্ট করে।

Course Price Type:
কোর্সের জন্য price-type ঠিক করুন। এর জন্য রয়েছে ৫টি অপশনঃ Open, Closed, Free, Buy Now, Recurring.
- Open: এক্ষেত্রে কোর্সটি করার জন্য শিক্ষার্থীকে লগ-ইন/ রেজিস্টার করা লাগবে না। এটি সাধারণত আমরা সুপারিশ করি না। যদি আপনি কোর্সটি ফ্রি রাখতে চান,তাহলে Course Price Type অপশনটি “open” এর বদলে “free” রাখতে পারেন।
- Free: এক্ষেত্রে কোর্সটি করার জন্য শিক্ষার্থীকে লগ-ইন/ রেজিস্টার করা লাগবে, তবে কোনো টাকা পে করা লাগবে না।
- Buy Now: এক্ষেত্রে কোর্সটি করার জন্য শিক্ষার্থীকে কোর্সটি কিনতে হবে।
- Course Price – কোর্সের মূল্য ঠিক করুন (উদাহরণঃ “500.00”)। মূল্যমান BDT (৳)/টাকায় নির্ধারিত।
- Recurring: যদি আপনি আপনার কোর্সের জন্য একটা নির্দিষ্ট সময় পর পর শিক্ষার্থীদের থেকে টাকা আদায় করতে চান, সেক্ষেত্রে এই অপশনটি চুজ করুন।
- Course Price – কোর্সের মূল্য ঠিক করুন। মূল্যমান BDT (৳)/টাকায় নির্ধারিত।
- Billing Cycle – কত সময় পর পর আপনি শিক্ষার্থীদের কাছ থেকে কোর্সটির জন্য টাকা কেটে রাখতে চান, সেটি ঠিক করুন। উদাহরণঃ মাসে একবার, ২ মাসে একবার, ৬ মাসে একবার, বছরে একবার, ইত্যাদি।
- Closed: অভ্যন্তরীণ ট্রেইনিং এর জন্য ব্যবহার করা যেতে পারে। এই অপশনটি মূলত বহুব্রীহির অফিশিয়াল এডিটরদের ব্যবহারের জন্য।
৮. কোর্স সেটিংস ঠিক করুন

Expire Access (optional):
কতদিনের জন্য আপনি একজন শিক্ষার্থীকে কোর্সটির এক্সেস দিবেন, সেটা নির্ধারণ করতে পারেন। (উদাহরণঃ ৬ মাস! এক্ষেত্রে কোর্সটিতে enroll করার দিন থেকে ঠিক ৬ মাস পর শিক্ষার্থী আর সেই কোর্সের এক্সেস পাবে না।)
এই অপশনটি সেট না করলে শিক্ষার্থী আজীবনের জন্য কোর্সটির এক্সেস পাবে।
Sort Lesson By:
এই কোর্সের জন্য লেসনগুলো কিসের ভিত্তিতে সাজাবেন সেটি ঠিক করুন।
Sort Lesson Direction:
এটি লেসনের দিক নির্ধারণ করে।
সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
অভিনন্দন! কোর্সটি তৈরি হয়ে গেছে। এবার কোর্সে Lesson এবং Topic যোগ করতে হবে, বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন!