For Students

কোথাও আসতে হবে না। এটি সম্পূর্ণ অনলাইন কোর্স, আপনি ঘরে বসে আপনার একাউন্ট থেকে কোর্সটি করতে পারবেন। শুধু ভিডিও প্লে করার মত ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে!

কোর্সের বাধা-ধরা কোনো টাইমলাইন নেই। কোর্সের সবগুলো লেসন, টপিক বা ম্যাটেরিয়ালস অলরেডি আপলোড দেয়া আছে কোর্সের ভিতর। আপনি কোর্সটিতে এনরোল করার সাথে সাথেই সবগুলো ম্যাটেরিয়াল একসাথে আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। যখন ইচ্ছা একাউন্টে ঢুকে যেকোনো লেসন, টপিক, কুইজ কমপ্লিট করবেন।

কোর্স অনুযায়ী আলাদা। কোর্স পেজে বিস্তারিত বলা আছে। বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে লাইফটাইম এক্সেস। এক্সেস পিরিয়ডের ভিতর যেকোন সময় লগইন করে Dashboard থেকে কোর্স এক্সেস করতে পারবেন।

কোর্সের সবগুলো টাস্ক কমপ্লিট করলে অটোমেটিকালি আপনার ড্যাশবোর্ডে সার্টিফিকেট চলে আসবে, সাথে সাথেই। আপনি সেটি PDF ফরম্যাটে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। অবশ্য আপনি চাইলে, আমরা একটা নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে সার্টিফিকেটটি প্রিন্ট করে আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো।

না, কোন ডিভিডি নেই। আমরা কোন ধরনের ডিভিডি দেই না।

অবশ্যই! যেকোনো স্মার্টফোন, ট্যাবলেট থেকে কোর্স করতে পারবেন। তবে সফটওয়্যার শেখার জন্য ল্যাপটপ/পিসি দরকার হবে।

কোর্সের ভিতর ডিসকাশন ফোরাম আছে, সেখানে আপনার প্রশ্ন লিখলে আমাদের ইন্সট্রাক্টর বা অন্যান্য ইউজাররা সেখানে উত্তর দিতে পারবেন।

ওয়েবসাইটের উপরের মেনু থেকে Login/Register বাটনে ক্লিক করলে একটি পপ-আপ ওপেন হবে, সেখান থেকে লগিন করতে পারবেন। লগিন করার পর আবার উপরের মেনু থেকেই DASHBOARD এ যেতে পারবেন। সরাসরি ড্যাশবোর্ডের লিংকঃ https://www.bohubrihi.com/dashboard/

পছন্দমত কোর্সে গিয়ে Enroll Now বাটনে ক্লিক করলে আপনি CART এ চলে যাবেন, সেখানে পরবর্তী নির্দেশনা দেয়া আছে। পুরো CHECKOUT প্রসেস সম্পন্ন হতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে।

বিকাশ, রকেট, ডেবিট/ক্রেডিট কার্ড সহ বাংলাদেশের প্রায় সকল মোবাইল/ইন্টারনেট ব্যাংকিং।

না, অফলাইন বা ভিডিও ডাউনলোড করার কোন অপশন এখানে নেই। কোর্স অবশ্যই লগইন করে এক্সেস করতে হবে।

আপনি চাইলে আমাদের Facebook Page (https://www.facebook.com/bohubrihidotcom) এ মেসেজ দিতে পারেন, কিংবা এখানে ইমেইল করতে পারেনঃ info@bohubrihi.com

জ্বি, কোর্স পছন্দ না হলে কোর্স কেনার ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ডের জন্য এপ্লাই করতে পারবেন এখান থেকে

For Affiliates

Our affiliate program financially rewards you for directing potential learners to our courses. When a course is purchased by a learner you refer, we pay you a commission (20%) for the sale(s).

Resources to understand affiliate marketing :

It’s absolutely free to join our Affiliate Program. There’s no charge to apply and there’s no minimum sales requirement.

That’s totally up to you. Your profit potential completely depends on your sales. Our standard commission rate is 20% of every sale you make. The more you refer, the more you earn.

When a person you referred visits our site, we track his/her activity for 30 days. You will get your 20% commission from any amount he/she spends within these 30 days.

Channels include: websites, blogs, Facebook groups, Youtube Channel, Pinterest, Instagram, or Twitter followers, or email newsletters. Possibilities are endless.

Most blogs and websites qualify to participate in the Affiliate Program. However, we reserve the right to refuse membership to a website or revoke your membership at any time, if we determine that your website contains objectionable material.

Of course! You can still share your referral links on Facebook, Twitter, LinkedIn, Instagram, email, Youtube, etc. Find which one suits you best!

This is completely up to you! You can choose any of our courses or products and provide the affiliated link on your site. Or you can put the affiliated link of our homepage.

We pay our affiliates twice a month- on the 14th and 28th of the current month. You can cash out once your current balance is minimum BDT 2000. Supported payment methods are currently Bkash, DBBL Rocket and Bank Transfer.

Simply fill out this form and wait for our email. We will review your application and get back to you within 2-3 business days.

Contact us with more questions!